Friday, 10 August 2018

About Blog (ব্লগ পরিচিত)

 Others Books by Author Dr. Abdul Halim Quadery





গ্রন্থকারের প্রকাশিত বই সমূহ। 

 ⛔ কিতাবঃ ইমাম মুসলিম (রহ) : জীবন ও কর্ম '

গ্রন্থকারের পিএইচ,ডি,থিসিস যা ২০১২ খৃ. সালে বই আকারে প্রকাশিত হয়েছে। বিশুদ্ধ হাদীস গ্রন্থ। সিহাহ সিত্তাহর বিখ্যাত সংকলক ইমাম মুসলিম (রহ.)-এর জীবন ও অবদান নিয়ে লেখিত। তাছাড়াও এতে সহীহাইনের মধ্যে তুলনামূলক পর্যালােচনা, ইমাম মুসলিম (রহ.)-এর সমকালিন মনীষী, তাঁর শায়খবৃন্দ এবং জগৎ বিখ্যাত ছাত্রবৃন্দের বর্ণনা রয়েছে। বইটি অধ্যায়ন করলে হাদীস সংকলনের ইতিবৃত্ত সম্পর্কেও জানা যাবে। সর্বোপরি বইটি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বইটি ইতােমধ্যে বাংলাদেশ ও ভারতে ব্যাপক আলােড়ন সৃষ্টি করেছে।  

⛔ কিতাবঃ নূর তত্ত্ব'

  গ্রন্থকারের বহুল আলােচিত অপর একটি বই। আল্লাহ তা'আলার সর্ব প্রথম সৃষ্টি নবী করীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামএর নূর মােবারক। সে নূর মােবারক নিয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে তথ্য নির্ভর গবেষণাধর্মী বইটি ২০১৩ সালে প্রকাশিত হয়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর নূর মােবারক সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।

⛔ কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

 ২০১৪ খৃ. সালে প্রকাশিত এই গ্রন্থে লেখক নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নূরানী শরীর মােবারকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত মু'জেযা সমূহের তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেছেন। বইটি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হওয়ায় ইতিমধ্যে ১ম সংস্করণ শেষ হয়েছে। ২য় সংস্করণও শেষ পর্যায়ে। 

⛔ কিতাবঃ ‘আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম'

 ২০১৫খৃ. প্রকাশিত এ গ্রন্থে লেখক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পূতপবিত্র সন্তান-সন্ততি, বিবিগণ, মা ফাতিমা, হযরত আলী, ইমাম হাসান ও ইমাম হােসাইন (রা.)-এর মর্যাদা ও ফজীলত সম্পর্কে কুরআন মজীদ ও হাদীস শরীফের আলােকে তথ্য-উপাত্ত সহ উপস্থাপন করেছেন। যা পাঠকের হৃদয় আকর্ষণ করবে, ঈমানী চেতনায় উদ্বুদ্ধ করবে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজনের প্রতি মুহাব্বত বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। 

 ⛔ কিতাবঃ 'দালাইলুল খায়রাত' 

 দালাইলুল খায়রাত' সালাতু-সালামের বিশ্ববিখ্যাত কিতাব । এটি একটি অনুবাদ গ্রন্থ। যার মূল লেখক বিশ্ববিখ্যাত শায়খে ত্বরিকত, আরেফ বিল্লাহ আশেকে রসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরতুল আল্লামা আবু ‘আবদুল্লাহ সৈয়্যদ মুহাম্মদ ইবন সােলায়মান আল-জাযুলী (রহ.)। যা আরব ও আজমের অধিকাংশ নবী প্রেমিকের দৈনন্দিন অজীফা। এর গুরুত্ব ও ফযিলত বর্ণনাতীত তাই লেখক এর বাংলা ভাষায় অনুবাদ করে আশেক প্রেমিকের চক্ষু শীতল করেছেন। এটা অধ্যায়নে পাঠকের হৃদয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালবাসা বৃদ্ধি পাবে। গ্রন্থটি ২০১৬খৃ. প্রকাশিত হয়। 

  ⛔ কিতাবঃ অধ্যক্ষ জালালুদ্দীন আল কাদেরী (রহঃ) : একটি বিস্ময়কর প্রতিভা।

 ★★★ আল-ইমাম মুসলিম (রহ.) ফাউন্ডেশন★★★

No comments:

Post a Comment

Featured post

OUR UNIQUE CERTIFICATE

https://drive.google.com/file/d/1hAEDUh-KxLrIiRAUBAvmbOJte30vQtdJ/view?usp=sharing

Popular Posts

ক্যাটাগরি